স্বাধীনতা দিবসে জাতীয় প্রেসক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার শপথ গ্রহণ করে জাতীয় প্রেসক্লাবে উদযাপিত হলো মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে ছিল- ক্লাব সদস্য শিশুদের সমবেত সঙ্গীত, নৃত্য পরিবেশনা, আবৃত্তি, গণসঙ্গীত ও জহির রায়হান পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র প্রদর্শনী।
অনুষ্ঠান উদ্বোধন করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, গণতন্ত্রে বহুমত-বহুপথ থাকবেই। কিন্তু সব মত পথকে জাতীয় ঐকমত্যে নিয়ে আসাই হলো স্বাধীনতার মূলমন্ত্র। তিনি বলেন, আসুন আজ সবাই স্বাধীনতা দিবসে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার শপথ নেই।
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আজকের দিনে আমরা স্মরণ করি জাতীয় প্রেসক্লাবের সদস্যসহ শহীদ সাংবাদিক ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটি সদস্য- মোঃ নূরুল হুদা, হাসান হাফিজ, নুরুদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া, মাঈনুল আলম প্রমুখ।
সপরিবারে ক্লাবের নবীণ-প্রবীণ সদস্যরা অনুষ্ঠান উপভোগ করেন।