জামালগঞ্জে ট্রলি চাপায় শ্রমিক নিহত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কের রামপুর এলাকায় ট্রলি চাপায় বুধবার রুহেল আহমদ (১৮) নামের এক শ্রমিক নিহত ও ট্রলির ৩ যাত্রী আহত হয়েছে।
রুহেল দিরাই উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুর নূরের ছেলে।
আহত বাহাদুর আলী(২২), মেহমান আলী(৫৫) ও কামাল মিয়া(২৮) কে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা রুহেলকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে তার অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সন্ধ্যা সাড়ে ৫ টায় রুহেলকে সদর হাসপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, উপজেলার সেলিমগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি ট্রলি জামালগঞ্জ যাচ্ছিল। দুপুর দেড় টার দিকে ফেনারবাক ইউনিয়নের রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হরিয়ে সড়কের নীচে পড়ে যায়। এসময় সড়কের কাজ করছিলেন রুহেল।
জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।