Skip to content

আটলান্টিক সিটিতে স্বাধীনতা দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বুধবার দুপুর তিনটায় (যুক্তরাষ্ট্র স্থানীয় সময়) সিটি হল (নগর ভবন) প্রাঙ্গণে এ পতাকা উত্তোলন করা হয়।

আটলান্টিক সিটির ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান ও সিটি হলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস ফেলেপিও উপস্থিত ছিলেন। এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশিরা সমবেত ক‍‌ণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশের স্বাধীনতা হিসেবে সিটি হল (নগর ভবন) প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যায়।

x