ধেয়ে আসছে তাপপ্রবাহ

চৈত্রের রোদে কাঠ ফাটে বলে প্রবাদ প্রচলিত আছে। চলতি চৈত্রের মাঝামাঝি এসে এমনই কাঠাফাটা রোদ আর শরীর পোড়ানো তাপের আভাস দিচ্ছে আবহাওয়া সূত্র। তীব্র তাপপ্রবাহ শুরু হচ্ছে শু্ক্রবার থেকে। আগামী সোমবার পর্যন্ত টানা চার দিন এই তাপপ্রবাহ চলবে।

আবহাওয়ার পূর্বাভাষ বলছে, বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকলেও শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য তাপপ্রবাহে এই তাপমাত্রা অন্তত ৫ ডিগ্রি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এর অর্থ হলো আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

আর এমনটি হলে দুর্ভোগে পড়বে সর্বস্তরের জনতা। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ডায়ারিয়াসহ গরমজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এই অতিরিক্ত তাপপ্রবাহ চর্মরোগের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

x