Skip to content

সুনামগঞ্জে ফটোগ্রাফিক্ সোসাইটির ফ্লাশ মব

টি-২০ বিশ্বকাপ আনন্দের ছোঁয়া লেগেছে সুনামগঞ্জেও। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ফ্লাশ মব জোয়ারে ভাসছে। বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট দিতে এবং বাংলাদেশের টি-২০ আয়োজনকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের পৌর বিপণিতে ফ্লাস মবের আয়োজন করে সুনামগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা।

‘চার-ছক্বা হই হই, বল গড়াইয়া গেল কই’ ছন্দে ছন্দে নেচে গেয়ে নিজেরা যেমন আনন্দ করেন, তেমনি পুরো বিপণির দোকানী ও ক্রেতাদেরও আনন্দ দেন।

বেলা ১০ টা বাজতেই ফটো গ্রাফিক্স সোসাইটির সদস্যরা পৌর বিপণি চত্বর জমিয়ে তুলেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও তরুণদের জমায়েতও বাড়তে থাকে। শিক্ষার্থী- পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৗর বিপণি চত্বরে ভিড় জমায়। এসময় দর্শকরা সুর মেলান এবং আনন্দে মেতে ওঠেন।

ফ্লাশ মব শেষে সুনামগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির নেতা দ্বীপময় চৌধুরী ডিউক জানান, বাংলাদেশ যেন টি-২০ তে ভাল পারফরমেন্স দেখায় এটাই তাদের প্রত্যাশা।

x