সুনামগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে চেক বিতরণ

সুনামগঞ্জে মাতৃপিতৃহীন সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শর্তযুক্ত চেক প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে চেক বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান াথিতির বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মেশতাক আহমদ চৌধুুরী।

সমাজ সেবা অধিদপ্তর ও চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের অথ্যায়নে সুবিধা বঞ্চিত শিশুদের এ চেক প্রদান করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ওমর ফারুক।

স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক তুরণ মিয়া।

আলোচনা সভা শেষে প্রধান অথিতি সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে চেক বিতরণ করেন।

এ প্রকল্পের মাধ্যমে সুনাসগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারা বাজার উপজেলার ৩ শত ৭৩ জন মাতৃপিতৃহীন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে প্রতিটি শিশুকে ১২ হাজার টাকা চেক প্রদান করা।

এর মধ্যে দণি সুনামগঞ্জ উপজেলায় ১ শত ৯৮ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ১ শত ৭৫ জন সুবিধা বঞ্চিত শিশু।
প্রথম পর্যায়ের শিশু প্রতি ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ শিশুদের ৩টি কিস্তিতে ৩৬ হাজার টাকা প্রদান করা হবে।

x