জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান
জগন্নাথপরে হালিমা খাতুন এডুকেশন ট্রস্টের বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বৃত্তি বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অথিতি বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা ।
ট্রাস্টের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ মুদাচ্ছির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুণ অর রশীদ, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, সিলেটের এডিশনাল পিপি অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, ট্রাস্টের সদস্য হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ।
প্রভাষক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব সৈয়দ ছাবির মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ছালেহ আহমদ ছালিক, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া ব্যাক্তিত্ব সালাহ উদ্দিন, হাফিজ জয়নুল ইসলাম, শিক্ষক নাছির আলী প্রমূখ। আলোচনা সভা শেষে ২৯জন বৃত্তিপ্রাপ্তদেরকে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালে উপজেলার সৈয়দপুর ইশানকোনার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ হুমায়ুন কবির ফুজেল তার মাতা হালিমা খাতুনের নামে শিক্ষা ট্রাস্ট গঠন করে ৯বছর ধরে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাধ্যে বৃত্তি প্রদান করে আসছেন।