গোবিন্দগঞ্জে গুণীজন সংবর্ধনা
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিার্থীদের উদ্যোগে ৩গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে বিদ্যালয়ের প্রায্গনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত অতিথিবৃন্দ হচ্ছেন, লন্ডন প্রবাসী আবুল লেইছ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, যুক্তরাজ্যের হাউজ অব লর্ড সভার অনারারী সদস্য ডা. নজরুল ইসলাম।
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আতাউর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুর রহমান সরকুম।
সহকারি প্রধান শিক ফজলুল করিম বকুলের পরিচালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোশতাক আহমদ, বাংলাদেশ ব্যাংক সিলেট’র ডেপুটি ডিরেক্টর কমর উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান আর্শদ আলী, ব্যাংকার আরব উলাহ, শিক সুধাংশু শেখর দত্ত, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, মাস্টার আব্দুল লতিফ, হাজী আব্দুল করিম, শিক হুমায়ূন কবির, আব্দুর রহমান, আব্দুল মানিক, আফরুজ আলী, সাঈদ আনোয়ার, আব্দুল হালিম, পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান, ইউপি সদস্য দিলোয়ার হোসেন নজমুল, রোটারিয়ান ছায়াদ মিয়া, সায়েদ আহমদ প্রমুখ।
সংর্বধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।