এমসি কলেজে ছাত্রদল-ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া
নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো নিয়ে সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে ছাত্রলীগের ধাওয়া খেয়ে ছাত্রদল নেতাকর্মীরা এমসি কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। রবিবার সকাল সাড়ে ১১টায় এমসি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
এসএমপির শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় এমসি কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।
আধা ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এমসি কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের ধাওয়ার মুখে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।