গ্যাসের দাবিতে সিলেটের তিন উপজেলায় হরতাল পালন
গ্যাস সংযোগের দাবিতে সিলেটের তিন উপজেলায় আধাবেলা হরতাল পালন করেছে বৃহত্তর জৈন্তাপুর জনদাবি পরিষদ। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলায় সর্বাত্মক হরতাল পালন করা হয়।
জনদাবি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদ বলেন, গ্যাসের দাবিতে মূলত সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছিল। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হয়।
এদিকে হরতাল চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কে পাথর, কয়লা ও বালুবাহী কোনো গাড়ি চলাচল করেনি। হরতালের কারণে সিলেটের জাফলং, লালাখাল, শ্রীপুরে বেড়াতে যাওয়া পর্যটকরা সিলেট সদর উপজেলা এলাকার বটেশ্বর এলাকায় আটকা পড়েন।
হরতাল চলাকালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার সঙ্গে সিলেট জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন ছিল।