সরকারি কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, ভাটিবাংলার শিক্ষার ‘বাতিঘর’ নামে পরিচিত সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী শনিবার, ৫ এপ্রিল ২০১৪ তারিখে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কবি ও গবেষক এবং বাংলাদেশ সরকারের শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক।
কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। এতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
অধ্যক্ষ প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরী এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নীলিমা চন্দ স্বাক্ষরিত চিঠিতে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।