ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুরে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। বিভিন্ন কেন্দ্রে চলতে থাকা ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা।
সহকারি রিটানিং অফিসার ও তাহিরপুর উপজেলা নির্বাার্হী কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান জানান, এ উপজেলার ৪৫ টি ভোটে কেন্দ্রে মোট ১ লাখ ১৫ হাজার ০১ শ ৭৯ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৫৭ হাজার ০৯ শ ৩১ জন এবং ৫৭ হাজার ০২শ ৪৮ জন নারী ভোটার।
সহকারি রিটানিং অফিসার ও বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ আল মাহমুদ জানান, উপজেলার ৩১ কেন্দ্রে ৮৬ হাজার ০১ শ ২৫জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৪২ হাজার ০৪ শ ৭৬জন এবং ৪৩ হাজার ০৬শ ৪৯ জন নারী ভোটার।
এদিকে রিটানিং আফিসার ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ জানান, প্রতিটি উপজেলার প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ অফিসারের নেতৃত্বে ৫জন পুলিশসহ প্রয়োজনীয় সংখ্যাক আনসার রয়েছে।
ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি, ২ প্লাটুন বিজিবি ২ প্লাটুন সেনা সদস্য ও র্যাব মাঠে রয়েছে।
৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে একটি করে ভ্রাম্যমান আদলত সক্রিয় আছে।