সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে রাসূল (সাঃ) এর জীবনাদর্শ স¤পর্কে আলোচনা, দোয়া ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযগিতার পুরস্কার বিতরণ পর্ব অন্তর্ভুক্ত ছিল।
সহকারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় ও অধ্যক্ষ প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরীর সভাপতিত্বে রাসূল (সাঃ) এর জীবনাদর্শ সম্পর্কিত আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান ওসমানী।
তিনি বলেন, রাসূল (সাঃ) এর জীবনেই রয়েছে সবার জন্য উত্তম আদর্শ। সমগ্র মানবজাতির কল্যাণের জন্য এই আদর্শের কোন বিকল্প নেই।
আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বার্ষিক মিলাদ মাহফিলের আহ্বায়ক মো. শামসুল আলম। কোরআন তেলাওয়াত করেন বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমদ।
আলোচনা শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।