পরীক্ষার কেন্দ্র বাতিলের দাবিতে জগন্নাথপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার কেন্দ্র বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সোমবার বিক্ষোভ মিছিল করেছে।
দুপুরে জগন্নাথপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা কার্য্যালয়ে সামনে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে।
এসময় অভিভাবক পসোলাউদ্দিন আহমদ ও শিার্থীদের পে নবব শ্রেণীর পাপিয়া বেগম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ৩ এপ্রিল সারা দেশে ন্যায় জগন্নাথপুরে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমবারের মতো এ বছর জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ভেন্যু করা হয়েছে। এ কারণে বিদ্যালয়টি প্রায় ২ মাস বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থীদের শিার্থীদের ব্যাহত হবে।
বক্তারা আরো বলেন, পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষা ও বিভিন্ন সরকারী ছুটির কারণে বছরে প্রায় ৭ মাস বিদ্যালয়টি বন্ধ থাকে।
৩ এপ্রিল থেকে অনুষ্ঠতব্য এইচএসসি পরীক্ষার কেন্দ্র এ বিদ্যালয়ে দেওয়া হয়েছে।