জগন্নাথপুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত১০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বনগাঁও গ্রামে ডোবা সেচে দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে মঙ্গলবার ১০জন আহত হয়েছে।

গুরুতর ইদ্রিছ আলী (৭০), আশিক মিয়া (৫৫), রাজু মিয়া (১৮) ও আবু হেনা (১৪) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য অহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার বনগাও গ্রামের মৃত আব্দুল হকের ছেলে বাবুল মিয়া গ্রামবাসীর কাছ থেকে মাছ ধরার জন্য সরকারি২টি ডোবা লিজ নেন। বাবুল মিয়া লিজকৃত ডোবার টাকা পরিশোধ না করে ৯টায় মাছ ধরার জন্য মেশিন দিয়ে ডোবা সেচতে চাইলে গ্রামবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য সিরাজুল আলম, আব্দুল আশিক ও নাজির মিয়াসহ গ্রামের লোকজন বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে ১০ আহত হয়।

জগনথœাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত কওে সুনামগঞ্জ মিররকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

x