জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪ উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে মঙ্গলবার দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি নিজাম উদ্দিন জালালীর পরিচালনায়
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মুহিবুর রহমান, সদস্য জাকির হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল হক, বুরহান উদ্দিন, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল প্রমূখ।
পরে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী রসুলপুর বনগাঁও দাখিল মাদ্রাসার ছাত্র জামিল আহমদ, স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যারয়ের ছাত্র হৃদয় রঞ্জন দাস ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাহমিনা আক্তার সুইটির হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।