ছাতকে সমবায়ীদের প্রশিক্ষণ কর্মশালা
ছাতকে প্রাথমিক সমবায় সমিতির সভাপতি, ম্যানেজার ও সমিতি প্রতিনিধিদের প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিণে উপজেলার কৃষক, বিত্তহীন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারসহ ৬০জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।
বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করেন বিআরডিবি সুনামগঞ্জের উপ-পরিচালক হাবিবুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম।
প্রশিক্ষণ শেষে ঋণ আদায়, প্রাথমিক সমিতির সঞ্চয় বৃদ্ধি ও নিয়মিত মাসিক সভাসহ সমিতির কার্যক্রম বৃদ্ধির ল্েয সমবায়ীদের নিয়ে এক সভা বিআরডিবি’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাতক কেন্দ্রীয় সমবায় সমিতি লি.’র সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের উপ-পরিচালক হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম, সাবেক চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সমবায়ী আওলাদ আলী, আবু জাফর টিপু, মানিক মিয়া, রাহাত মিয়া, সিরাজ উদ্দিন, মাহবুবুর রহমান, রাজকুমার আচার্য্য, ফয়জন নুর, মনির মিয়া, রমা রানী সরকার, গুলেস্তা বেগম, সেলিমা বেগম প্রমুখ।