বিশ্বম্ভরপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২০
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় মঙ্গলবার ২০ জন আহত হয়েছে।
এসময় সহিংসতায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
তাৎণিকভাবে আটকৃত এবং আহতদের নাম পরিচয় জানা যায়নি।
গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী রফিক আহমদের কর্মী ও বিএনপির সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ এর নেতা-কর্মীদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে উভয় প সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়। এসময় পুলিশ ৩ জনকে আটক করে।
বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার খান বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।