বিশ্বম্ভরপুরে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত
সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এ শ্লোগানকে সমানে রেখে মঙ্গলবার বিশ্বম্ভরপুরে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।
উপজেলা দূর্নীতি প্রতিরোধে কমিটির উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুপুরে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
পরে রচনা প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত শিার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নুরুল আফছার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবুল কালাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান শাহ্, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী, সাধারণ সম্পাদক ও প্রেসকাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ।