সুনামগঞ্জে আইনজীবি ফোরামের কালো পতাকা মিছিল
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আইনগত প্রক্রিয়া ‘লঙ্ঘন’ করে অভিযোগ গঠনের প্রতিবাদে সুনামগঞ্জে কালো পতাকা মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালেক্টর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সমাবেশ শেষে বক্তব্যদেন জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড.আব্দুল হক, জাতীয়তাবাদী আইনজীবীফোরাম নেতা অ্যাড. মাসুক আলম অ্যাড ফারুক আহমদ প্রমুখ।
খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে হয়রানিমূলক মামলা করেছে সরকার।