সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ বিতরণ

সুনামগঞ্জ সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কমিউনিটি ক্লিনিক গুলোতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ভবনে ল্যাপটপ বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হেকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. এটিএমএ রকিব চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পারিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ সুনামগঞ্জ সদর উপজেলার ২৩টি এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ প্রদান করেন।

x