ঝড় বৃষ্টি আসছে!
আবহাওয়ার পূর্বাভাষ বলছে দেশজুড়ে মানুষ ঝড়-বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে। বৃহস্পতিবার অপরাহ্নেই কালবৈশাখী হানা দিতে পারে। নেমে আসতে পারে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই আঘাত হানবে এই বজ্রবিদ্যুৎ।
এদিকে বুধবারই ঝড়-বিদ্যুৎ আঘাত হেনেছে হবিগঞ্জের মাধবপুরে। সেখানে বজ্রপাতে মৃত্যু হয়েছে তিন জনের।
আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার অপরাহ্নে মেঘ-বৃষ্টি দেখা দিলেও শুক্রবারে তা জোরদার হবে। এদিন গরমও বেড়ে যাবে। শুক্রবার রাতে আকাশ পরিস্কার হয়ে আসবে।
শনিবার বিকেলে আবার মেঘ জমতে শুরু করবে এবং দেশের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হবে। পরে রোববার আকাশ থাকবে সুর্যের দখলে এইদিন রৌদ্রকরোজ্জল থাকবে গোটা দেশ। রাতের আকাশও থাকবে পরিস্কার।
সোমবার আকাশ ফের ঢাকা পড়বে মেঘে। সকালেই এক পশলা বৃষ্টি ঝরে যেতে পারে আর বিকেল নাগাদ বৃষ্টির বেগ বাড়বে। কোথাও কোথাও মুষল ধারায় নেমে আসতে পারে শেষ চৈত্রের বৃষ্টি। রাতেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কোথাও কোথাও শেষ রাতে নামবে বৃষ্টি।
বুধবারে দেশের কোথাও কোথাও সুর্যের আলো দেখা যাবে আবার কোথাও কোথাও নামবে বজ্রবৃষ্টি। রাতের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, কোথাও হবে বৃষ্টিপাত।
বৃহস্পতিবার মেঘ কাটবে বৃষ্টি থামবে। এরপর প্রখর খরতাপ পোড়াবে দেশ। অন্তত পরের এক সপ্তাহে মেঘের দেখা মিলবে না বলেই আবহাওয়া বিশ্লেষণ জানাচ্ছে।