সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ১২ মে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামী ১২ মে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ সমাবেশ করবেন সাংবাদিকরা। ওই দিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার বিকেলে দিনব্যাপী অনশন কর্মসূচি শেষে এ কর্মসূচি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আন্দোলনের নতুন এ কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউ নেতারা। সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত ডিআরইউ চত্ত্বরে এ অনশন কর্মসূচি চলে। অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাগর সরওয়ারের শোকাহত মা সালেহা মনির ও মেহেরুন রুনির শোকাহত ভাই নওশের আলম রোমান, ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সাংবাদিকরা। অনশনের সমাবেশে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী বলেন, আমরা আশা করছি, সরকার খুব শিগগিরই সাগর-রুনি হত্যাকারীদের শাস্তির ব্যবস্থা করবেন। তবে যতোক্ষণ আমাদের দাবি মেনে না নেবেন, ততোক্ষণ আন্দোলন চলবে। সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, আমাদের আন্দোলন চলছে। যদি সরকার সাগর-রুনি হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা না করেন, আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। অন্য সাংবাদিকরা বলেন, দ্রুত সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন, খুনিদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় চলমান আন্দোলনকে আরো বেগবান ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

x