দেশের দুঃসময়ে প্রবাসীরা এগিয়ে এসেছেন : কামরান

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের প্রতিটি দুঃসময়ে প্রবাসীরা সহযোগিতা হাত প্রসারিত করেছেন।

বুধবার সন্ধ্যায় নগরীর ছড়ারপারে ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত যুক্তরাজ্য তিন প্রবাসী আওয়মাী লীগ নেতাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।

ইব্রাহিম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে কামরান বলেন, প্রবাসীরা যুগে যুগে মাতৃভূমির কল্যাণে গুরুত্বপূণ অবদান রেখে যাচ্ছেন। বিদেশের মাটিতে কষ্ঠার্জিত অর্থ দিয়ে স্বদেশের কল্যাণকর কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন।

তিনি বলেন, প্রবাসীরা আমাদের আপনজন। তাদের পাঠানো অর্থে দেশের বড় ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তাই প্রবাসীরা যখন দেশের মাটিতে আসেন তখন তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়। সেজন্য প্রবাসীদের কল্যাণে প্রশাসনসহ সকল সচেতন মহলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

ওয়েস্ট মিডল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আবদুর নুর, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন সালেহ ও যুগ্ম সম্পাদক ওয়ালি খানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদি কাবুলের পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ইব্রাহিম স্মৃতি সংসদের সহ-সভাপতি সাংবাদিক আবুল মোহাম্মদ।

সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, বিএমএর সেন্ট্রাল কাউন্সিলর ডা. সাইদুর রহমান, ছাত্রলীগ মহানগর শাখার সহ-সভাপতি ডা. জামিল এ চৌধুরী তানিম, আসিফ আজহার, কাবুল আহমদ, আহমদ আলী লিটন, তাজউদ্দিন এনাম, অমর চক্রবর্তী, আরাফাত আহমদ ফুয়াদ, কাজী মুকিত সুমন, জয়দেব, এনাম আহমদ প্রমুখ।

x