ছাতকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ক্লিনিক ভাংচুর
সুনামগঞ্জের ছাতকে ভুল চিকিৎসায় রনজিৎ দাস(১১)এক শিশু শিার্থীর মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবার জাবা মেডিকেল নামের একটি প্রাইভেট ক্লিনিক ভাংচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সকাল ১০ টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এ ক্লিনিকটি ভাংচুর করে।
রনজিৎ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঝামুড়া গ্রামের মতীন্দ্র দাসের ছেলে এবং ঝামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার দিনগত রাতে রণজিৎ দাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ছাতক জাবা মেডিকেল সেন্টারে ভর্তি করেন স্বজনরা।
রাতেই জাবা’র কর্তব্যর চিকিৎসক শিশুটির এপেন্ডিসাইটিস হয়েছে বলে তাৎণিকভাবে অপারেশন করেন। পরে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শিশুটির আরেকটি অপারেশন করতে হবে বলে তাকে(শিশু) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনজিতের স্বনদের জানান তার ৪ থেকে ৫ ঘন্টা আগেই মৃত্যু হয়েছে।
এ খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাতক জাবা মেডিকেল সেন্টারে ভাংচুর চালায়।
এ ব্যাপারে জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কয়েক বার ফোনে যোগাযোগ করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ জালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ভুল চিকিৎসার শিশু শিার্থীর মৃত্যুর ঘটনায় এলাকার বিক্ষুব্ধ লোকজন মেডিকেল অফিসটি ভাংচুর করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।