সুনামগঞ্জে ৩ দিনব্যাপী লোক উৎসব শুরু
সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী লোক উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় সরকারি জুবীলি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ লোক উৎসব অনুষ্ঠিত হয়।
লোক কবি রাধারমণ, মরমী কবি হাছন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় এ লোক উৎসবের আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড এর পৃষ্টপোষকতায় ৩ দিন ব্যাপী লোক উৎসবের প্রথম দিনের আলোচনা সভায় মুখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান।
সুনামগঞ্জে জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসীম চট্টোপাাধ্যায়, রাধারমণ গবেষক ও বিশিষ্ট কণ্ঠ শিল্পী বিশ্বজিৎ রায়, অ্যাডভোকেট স্বপন কুমার দেব।
অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান রচিত ও কালনী নদী-রে —তুই বলনা আমায়—–। তুলিকা ঘোষ চৌধুরীর কণ্ঠে এ গানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের লোক উৎসব।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম দিনের লোক উৎসব চলছে।
শুক্রবার বিকেল থেকে শুরু হবে দ্বিতীয় দিনের লোক উৎসব। সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশিদের সভাপতিত্বে এ দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৪ অসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংস্কৃতি মন্ত্রনালয়ের এনডিসি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদ, হাছন রাজা গবেষক সামারীন দেওয়ান, অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন ।
শনিবার বিকেল থেকে শেষ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র আয়ুব বখত জগলুল। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংরতি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম, শিা মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, অবসরপ্রাপ্ত অধ্য পরিমল কান্তি দে, জেলা জাসদের সভাপতি আ,ত,ম, সালেহ, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু।
এর আগে মোহাম্মদ আলী খান সুনামগঞ্জ জেলা বই মেলার উদ্বোধন করেন।