প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

মধ্যনগরের কামারগাও কালিমন্দিরে প্রতমা ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে এবং দু®কৃতিকারিদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে মধ্যনগরবাসী।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে সচেতন মধ্যনগর বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার, শিাবিদ পরিমল কান্তি দে, ধুর্জুটি কুমারবসু, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন তালুকদার প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্ভে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুরকারিদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

x