সুনামগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৯৩

সুনামগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ১৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ০৮হাজার ৬শত ১৬ জন পরীক্ষার্থী মধ্যে অংশ নিয়েছে ০৮ হাজার ৫শত ৩৩জন পরীর্থী এর মধ্যে ৮৩জন অনুপস্থিত ।

এইচএসসি পরীায় ৮৩জন ও আলীম পরীক্ষায় ১১জন অনুপস্থিত।

জেলা প্রশাসকের শিা কল্যাণ শাখা সুনামগঞ্জ মিররকে জানায়, সুনামগঞ্জে ১৮টি কেন্দ্রে এইচএসসি এবং ৩টি কেন্দ্রে আলীম পরীা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের শিক্ষা কল্যাণ শাখা আরো জানায়, সুনামগঞ্জ সরকারী কলেজ কেন্দ্রে ৫ শ ৯৪ জন পরীক্ষার্থী মধ্যে অংশ নিয়েছে ৫শ ৮৭ জন, ছাতক ডিগ্রী কলেজ কেন্দ্রে ০৪ শ ৯৩ জন এর মধ্যে অংশ নিয়েছে ০৪ শ ৮৯ জন, জামালগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে ৫শ ৩৪ জনের মধ্যে অংশ নিয়েছে ৫ শ ৩০ জন, জগন্নাথপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে ০৬ শ ১৩ জনের মধ্যে অংশ নিয়েছে ০৬ ০৯ জন, দিরাই ডিগ্রী কলেজ কেন্দ্রে ০৮ শ ২৫ জনের মধ্যে অংশ নিয়েছে ০৮ ১৮ জন,শাল্লা কলেজ কেন্দ্রে ০৩ শ ২২ জনের মধ্যে ০৩ জন ১৮ অংশ নিয়েছে, বিশ্বম্ভরপুর দ্বিগেন্দ্র বর্মন কলেজ কেন্দ্রে ০৪ শ ৪৮ ৮জনের মধ্যে অংশ নিয়েছে ০৪ শ ৭৯ জন, সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ কেন্দ্রে ০১হাজার ০৬ শ ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ০১ হাজার ০৬ শ ০৬ জন, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে ০৪ শ ৬৭ জনের এর মধ্যে অংশ নিয়েছে ০৪ শ ৬৩ জন, দোয়ারা বাজার কলেজ কেন্দ্রে ০৪ শ ৪৮ জনের মধ্যে অংশ নিয়েছে ০৪ শ ৪১জন, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে ০৩ শ ৬৪ জনের মধ্যে অংশ নিয়েছে ০৩ শ ৫৯ জন, ধর্মপাশা ডিগ্রী কলেজ কেন্দ্রে ০২ শ ৭৯ জনের মধ্যে ০২ শ ৭৪ জন অংশ ০১শ ১৮ জন, জাউয়া বাজার কলেজ কেন্দ্রে ০৫ শ জনের মধ্যে ০৪ শ ৯৬ জন, জনতা মহাবিদ্যালয় কেন্দ্রে ০২ শ ৪৮ জনের মধ্যে অংশ নিয়েছে ০২ শ ৪৮ জন এবং শাহজালাল মহাবিদ্যালয় কেন্দ্রে ০১ শ ৭৫ জনের মধ্যে ০১ শ ৭৩ জন, বাদাঘাট ডিগ্রি কলেজ কেন্দ্রে ০২ শ ২২ জনের মধ্যে ০২ শ ২২জন এবং বিবিয়ানা মডেল কলেজ কেন্দ্রে ০৩ শ ০৬ জনের মধ্যে ০৩ শ ০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

অপরদিকে জেলায় আলীম পরীক্ষায় ৩টি কেন্দ্রে ০৯ শ ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ০৯ শ ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধে দ্বীনি সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ০২ শ ৮৮ জনের মধ্যে অংশ নিয়েছে ০২ শ ৭৯ জন, হবিবপুর-কেশবপুর মাদ্রসা কেন্দ্রে ০২ শ ৮২ জনের মধ্যে ০২ শ ৮২জন এবং ছাতক জালালিয়া মাদ্রাসা কেন্দ্রে ০৪ শ ০৫ জনের মধ্যে ০৪ শ ০৩ জন অংশ নিয়েছে।

x