সিলেটে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পিরাইচক মোড়ে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফেঞ্চুগঞ্জের পশ্চিমপাড়া মানিককোনা এলাকার রকিব আলী (৭৫), একই এলাকার জাফুর মিয়া (৪০) ও জকিগঞ্জের মজনি গ্রামের আব্দুল জলিলের ছেলে হাফেজ মামুনুর রশিদ (২৪)।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরসালিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত তিনজনই লেগুনা যাত্রী। তারা ফেঞ্চুগঞ্জের মানিককোনা থেকে সিলেট আসছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব জানান, পিরাইচক মোড়ে নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের কাছে দ্রুতগতির বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।