দেশে অসাম্প্রদায়িক চেতনার নব জাগরণ শুরু হয়েছে : অর্থ প্রতিমন্ত্রী
অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাঙ্গালীর সংস্কৃতির পূর্ব পুরুষদের ঐতিহ্যের ফিরে আসার নবজাগরণ শুরু হয়েছে। মরমী কবি হাছন রাজা ছিলেন অসম্প্রদায়িক চেতনার অধিকারি।
শুক্রবার রাত সাড়ে ৭টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩দিন ব্যাপী এ লোক উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, হাছন রাজার গানে অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। তার গান আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে।
প্রতিমন্ত্রী আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাঙ্গালী জাতি আজ একুশ শতকের দিকে এগিয়ে যাচ্ছে।
লোক কবি রাধারমণ, মরমী কবি হাছন রাজা ও বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় এ লোক উৎসবের আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড এর পৃষ্টপোষকতায় ৩ দিন ব্যাপী লোক উৎসবের দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের সহকারি কমিশনার শেখ জোবায়ের আহমেদ ও জেবুন নাহার শাম্মির যৌথ সঞ্চালনায় লোক উৎসবের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, লেখক ও গবেষক অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন, হাছন রাজা গবেষক ও হাসনরাজার প্রপৌত্র সামারিন দেওয়ান প্রমুখ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের লোক উৎসব চলছে।
শনিবার বিকেল থেকে শেষ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র আয়ুব বখত জগলুল।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক, সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা জাসদের সভাপতি আ,ত,ম, সালেহ, অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু।