হুমায়ূন কবীর জাহানুরের প্রথম মৃত্যুবার্ষিকীতে শনিবার শিল্পকলায় স্মরণ সভা

সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, সমাজসেবী মরহুম হুমায়ূন কবীর জাহানুরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় তাঁর হাতে গড়া সংগঠন কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ এ স্মরণ সভার আয়োজন করেছে।

স্মরণ সভায় সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। এতে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা ও সাধারণ সম্পাদক বুরহান উদ্দিনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে।

x