ভেজাল দ্রব্য প্রতিরোধে অবদান রাখায় ছাতক থানার ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান
ভেজাল দ্রব্য প্রতিরোধে বিশেষ অবদান রাখার জন্য ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ছাতক থানায় সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রুহুল কবির খান, সিলেট জেলা আসকের চীফ উপদেষ্টা ও শহীদ মুক্তিযোদ্ধা সুলেমান হোসেনের ভাই বুরহান হোসেন এ ক্রেস্ট ওসি শাহজালাল মুন্সির হাতে তুলে দেন।
এ সময় কনজুমার রাইটস সিলেট বিভাগীয় পরিচালক বাপ্পী চৌধুরী উপস্থিত ছিলেন। গত ১৫মার্চ জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ কনজুমার রাইটসের উদ্যোগে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে সিলেট বিভাগের ৩জন অফিসার্স ইনচার্জকে এ সম্মাননা দেয়া হয়। এর মধ্যে কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ নন্দন কান্তি ধরকে এ পুরস্কারে ভুষিত করা হয়েছে।