তিন বছর গ্রামে থাকলে গাড়ি এবং পদন্নোতি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন ডাক্তারদের ওপর আমি ক্ষ্যাপা নই। আমি চাই সবাই ঠিকমতো তার দায়িত্ব পালন করুক। তিন বছর গ্রামে থাকলে গাড়ি এবং পদন্নোতি দেয়া হবে।
আজ শনিবার দুপুরে ঢাকা এলজিইডি মিলনাতায়নে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার ওপর অনেক চাপ এসেছে। আমি কোন চাপকেই পাত্তা দেই নাই। আমি চাপের মধ্যে কাজ করে মজা পাই। যত চাপই আসুক আমি ট্যাকেল করবো। দেশের মানুষকে ভালো রাখতে যা করা দরকার তাই করবো।
তিনি আরও বলেন, ক্ষমতার পরিবর্তন হলেই মেডিকেল কলেজ খুলে ব্যবসা করবেন আর তা হতে দেয়া হবে না। ব্যবসা করার আরো অনেক কিছু আছে। খুব তাড়াতাড়ি সংসদে আইন পাস করা হবে। চাইলেই আর কেউ যত্রতত্র মেডিকেল কলেজ করতে পারবে না।