মে মাস থেকে রাজধানীতে লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেয়া হবে না
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী মে মাস থেকে রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না।
আজ শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সম্প্রতি সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে রাজধানী থেকে লক্কড়-ঝক্কড় গাড়ি তুলে দেয়ার সময় ২৬ মার্চ থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে। আগামী ৩০ এপ্রিলের পর থেকে অর্থাৎ মে মাস থেকে রাজধানীতে আর কোনো লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেয়া হবে না।
মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, রাজউক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এসব কারণে সড়ক দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না।