দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের খাড়ারাই গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আজাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজাদ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন চিকিৎসাধীন অবস্থায় আজাদ মিয়া মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বপাগলা ইউনিয়নের খাড়ারাই গ্রামের আরশ আলী মেম্বার ও একই গ্রামের বশর আলীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাড়ারাই গ্রামের বশর আলীর ছেলে নজীর উদ্দিন সকাল ১১টায় আরশ আলী মেম্বারের বাড়ির উঠান দিয়ে যাওয়ার সময় আরশ আলী ও তার লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর কিছুক্ষণ পর নজীর বাড়ি এসে তাকে বাধা দেওয়ার ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

x