সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবউননবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার বিকেল ৩টায় শহরের পৌর বিপণী থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক শাহজাহান, অ্যাডভোকেট কামাল হোসেন, তকবুর আলী, তারেক আহমদ, জহির উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, ছাত্রদল নেতা শাহ আলম, মোস্তাক আহমদ, জাহঙ্গীর জুনেদ প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিরোধী দলের একের পর এক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে গণতন্ত্র হত্যা করছে।

x