অবকাঠামো ও সৌরবিদ্যুৎ উন্নয়নে এডিবির দশ কোটি ডলার ঋণ

অবকাঠামো ও সৌরবিদ্যুৎ উন্নয়নে এডিবির দশ কোটি ডলার ঋণ

অবকাঠামো ও পল্লী এলাকার সৌরবিদ্যুৎ স্থাপনা উন্নয়নে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের(এডিবি) মধ্যে ১০.১ কোটি (১১০ মিলিয়ন) মার্কিন ডলারের একটি ঋণচুক্তি সই হয়েছে।

‘সেকেন্ড পাবলিক-প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফ্যাসিলিটি’ শীর্ষক প্রকল্পের জন্য এই ঋণ দিচ্ছে এডিবি।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের(ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দীন এবং এডিবি’র পক্ষে অফিসার ইনচার্জ, বাংলাদেশ রেসিডেন্ট মিশন ওলেগ টোনকোনোজিনকোভ এই ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

রোববার বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগর এনইসি-২ সম্মেলন কক্ষে এই ঋণচুক্তি সই করা হয়।

১১০ মিলিয়নের মধ্যে ১০০ মিলিয়ন ব্যয় করা হবে অবকাঠামো খাতে। বাকি ১০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে
সোলার হোম সিস্টেমের উন্নয়নে।

অবকাঠামো খাতে বরাদ্দ ‍ঋণের অর্থে বিদ্যুৎ উৎপাদন, সড়ক ও সেতু, রেলওয়ে, বন্দর, পানি সরবরাহ,
পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, গ্যাস, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন করা হবে।

এছাড়া প্রত্যন্ত পল্লী এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপন ও সোলার হোম সিস্টেম সরবরাহ কার্যক্রম বাস্তবায়নের জন্যও ব্যয় করা
হবে এডিবির ঋণ।

এডিবি থেকে প্রাপ্ত ঋণ সহায়তার অর্থ সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে (ইডকল) প্রদান করবে। ইডকল এই প্রকল্প বাস্তবায়ন করবে। চুক্তি অনুযায়ী প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ জুন ২০১৪ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত।

সৌর বিদ্যুৎ খাতে এডিবির ঋণ প্রসঙ্গে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দীন জানান, এই ঋণের অর্থে দেশের যেখানে বিদ্যুৎ এখনও পৌঁছায়নি সেখানে সোলার সিস্টেম স্থাপন করা হবে। এই পদ্ধতি সেচ কাজে ব্যবহার করা হবে, ফলে ডিজেল ও বিদ্যুতের উপর চাপ কমে যাবে।’

তিনি আরও বলেন,‘আমরা আশা করি এই প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো ও সৌর বিদ্যুৎ খাতের উন্নয়নে বিরাট সাফল্য আসবে।

x