জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের সুনাতুলা গ্রামের দু’পক্ষের সংঘর্ষে রোববার দিনগত রাতে তানিয়া বেগম (১২) নামের এক শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে।
তানিয়া পাইলগাও ইউনিয়নের সুনাতুলা গ্রামের আব্দুল হান্নানের মেয়ে এবং সুনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিার্থী।
সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইয়াজ উদ্দিন(৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
ইয়াজ উদ্দিন পাইলগাও ইউনিয়নের কদমতলা গ্রামের অধিবাসী।
আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎণিকভাবে আহতদের নাম পরিচয় জানা য়ায়নি।
স্থানীয়রা জানান, পাইলগাও ইউনিয়নের সুনাতুলা গ্রামের আব্দুল হান্নান ও একই গ্রামের বয়জুল রহমানের(রজলু) মধ্যে বাড়ির নিকটবর্তী রাস্তা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় বয়জুলের পক্ষের ছাপানুর কে আব্দুল হান্নানের লোকজন মারধোর করে। এর জের ধরে রোববার দিনগত রাত ১২টায় দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুলফি বিদ্ধ হয়ে তানিয়া ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জানান বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ময়না তদন্তের জন্য সোমবার সকালে তানিয়ার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।