বিদ্যুতের সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে : পীর মিসবাহ এমপি
সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, বিদ্যুতের সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
রোববার বিকেলে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের এরালিয়া ও তেতৈয়া গ্রামে অনুষ্ঠানিকভাবে বিদ্যুতের উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় প্রবীণ ব্যক্তি লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় ্রাধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ বলেন, সুনামগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুতায়নসহ সার্বিক উন্নয়নে ব্যাপকভাবে কাজ কারার মানসিকতা নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমি কাজে বিশ্বাসী, আপনারা আমাকে আপনাদের ভাইয়ের মোতা, ছেলের মতো, আপনজনের মতো আমকে সহযোগিতা সুনামগঞ্জের উন্নয়নে সহযোগিতা করুণ ।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সোহেল পারভেজ, হারুনুর রশীদ, প্রবাসী আতিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, যুবনেতা হেলাল, জাপা নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।