সারী নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরের সারী নদীর দিগারাইল (নাইন্দার ডহর) নামক স্থানে নৌকা ডুবিতে ফয়েজ উদ্দিন নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় সোমবার দুপুর ১টায় মৃতদেহ উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ডুবুরি দল নিয়ে পুলিশ অভিযান চালিয়ে নদী থেকে ফয়েজের মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৮টায় জৈন্তাপুর উপজেলার সারী নদীর উৎসমুখ থেকে বালু বোঝাই করে শ্রমিকরা সারী ঘাটে নিয়ে আসছিল। তারা দিগারাইল (নাইন্দার ডহর) পৌঁছলে বালুভর্তি নৌকা উল্টে ডুবে যায়। এ সময় তিন শ্রমিক নদী থেকে তীরে উঠে এলেও জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বাউরভাগ গ্রামের আজিজুল হকের ছেলে ফয়েজ উদ্দিন (২৫) নিখোঁজ হন।
পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে ফয়েজকে না পেয়ে জৈন্তাপুর থানায় খবর দেয়। পরে জৈন্তাপুর থানা পুলিশ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে দুপুর ১টায় নাইন্দার ডহরে অভিযান চালিয়ে শ্রমিক ফয়েজ উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।