পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বেও প্রতিমন্ত্রী মান্নান
প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এম এ মান্নানের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
পুনর্বণ্টনের ফলে এম এ মান্নান এখন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন আবুল মাল আবদুল মুহিত। আর আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
গত ৫ জানুয়ারি নির্বাচনের পর ১২ জানুয়ারি সরকার গঠন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনার সরকারে বর্তমানে ৩০ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী এবং দু’জন উপমন্ত্রী রয়েছেন ।
এছাড়া উপদেষ্টা রয়েছেন পাঁচজন।
আর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন।
এম এ মান্নান দ্বিতীয়বারের মতো দশম জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। মান্নান ১৯৪৬ সালের ১৬ ফেব্র“য়ারি সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।