ছাতকে ৮ডাকাত দু’দিনের রিমান্ডে
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিভিন্ন ডাকাতি মামলায় গ্রেফতারকৃত ৮ ডাকাতকে দু’দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার আমল গ্রহনকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ছাতক জোন) এর বিচারক মঙ্গলবার দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ডাকাতরা হচ্ছে, ছাতক পৌর শহরের বাশখালা গ্রামের আকবর আলীর ছেলে পারভেজ মিয়া (২২), আবুল কাশেম (২৪), আরব আলীর ছেলে আব্দুস ছালাম (৩৫), আরশ আলীর ছেলে নূর হোসেন (২৬), কালারুকা ইউনিয়নের হাসনাবাদ-খাইরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে শাহিন আহমদ (২৫), চরমহল্লা ইউনিয়নের আসাকাচর গ্রামের চমক আলীর ছেলে ফারুক মিয়া (১৮), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভেরাজপুর গ্রামের চান মিয়ার ছেলে আজির উদ্দিন(২৭), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের আরশ আলীর ছেলে আজির উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, এ ৮ ডাকাতের বিরুদ্ধে ছাতকসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া সিলেট পাল্প এন্ড পেপার মিলস সড়ক, গোবিন্দগঞ্জ, বেরাজপুর, গড়গাঁও এলাকায় মঞ্জিল গ্র“পের গাড়ী, মাধবপুরসহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তাদের রিমান্ড নেওয়া হয়।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, ছাতক থানা পুলিশ আদালতে ৮ ডাকাতকে রিমান্ডে নেওয়ার আবদন করলে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো জানান, বিভিন্ন ডাকাতি মামলায় বিভিন্ন সময়ে গ্রেফতার করে পুলিশ আদালতে সোপর্দ করা হয়েছে।