ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামে মঙ্গলবার দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছে।

গুরুতর আহত আরশ আলী (৬০), রব্বুল মিয়া (৩৫) ও মনবাহার বেগম (৭০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হোসেন আলী (১৮), কয়েছ আহমদ (৩৩), হুসনে আরা বেগম (৩৫), খোকন মিয়া (২৫), মাসুক মিয়া (২৬), আফতা বিবি (৭০), সিরাজ আলী (৫০), খয়রুন নেছা (৩০), সোহেল মিয়া (১৮), আকাশ উদ্দিন (৩০), আরফান আলী (৩২)সহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার নোয়ারাই ইউনিয়নের গ্রামের শফিকুল ইসলাম ও একই গ্রামের কালা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

সকালে শফিকুল ইসলাম পরে সিরাজ আলীর সঙ্গে কালা মিয়া পরে লোকজনের কথাকাটাকাটির একপর্যায়ে উভয় দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নারীসহ কম পে ২০ জন আহত হয়। পরে পার্শবর্তী গ্রামের লোকজন এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সুনামগঞ্জ মিররকে জানান, বিষয়টি কয়েক জন আমাকে ফোনে বলেছেন।

x