গিনেস বুকে স্বীকৃতি পেল লাখো কণ্ঠের জাতীয় সঙ্গীত
বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবসে বিশ্ব রেকর্ড করার লক্ষ্য নিয়ে গাওয়া লাখো কণ্ঠে সোনার বাংলাকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বুধবার এ স্বীকৃতির কথা জানানো হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বলা হয়, ‘২০১৪ সালের ২৬ মার্চ বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ২ লাখ ৫৪ হাজার ৫৩৭ জন মানুষ জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতীয় সঙ্গীত গাই। একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সঙ্গীত গাওয়ার নতুন রেকর্ড অর্জন করেছে।’