সিলেটের বিশ্বনাথে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এলাকায় বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে, উপজেলার লামাকাজি, খাজাঞ্চী, রামপাশা, দৌলতপুর ইউনিয়ন। ঝড়ে এলাকা প্রায় তিনঘণ্টা বিদ্যুৎ বিছিন্ন থাকে।

রামপাশা গ্রামের ইসলাম উদ্দিন বলেন, ‘এ রকম শিলাবৃষ্টি কখনও আমরা দেখিনি। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ছাড়াও বোরো ধানের ক্ষতি হয়েছে।’

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, ঝড়-বৃষ্টিতে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। বিভিন্ন ফসল নিয়ে তারা বিপাকে পড়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা খাইরুল আমীন বলেন, ‘শিলাবৃষ্টির ফলে বোরো ফসলে অনেক ক্ষতি হয়েছে। এভাবে শিলাবৃষ্টি হলে কৃষকরা দিশেহারা হয়ে পড়বেন।’

x