দক্ষিণ সুনামগঞ্জে ব্যবসায়ীর কারাদন্ড
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে অবৈধভাবে কিনিক ব্যবসা চালানোর অপরাধে নেছার উদ্দিন নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
নেছার উদ্দিন উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের আনোয়ার আলীর ছেলে।
বুধবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও দক্ষিণ সুনামগঞ্জের সহকারি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ সুহেল আহমদ এ দন্ড প্রদান করেন।
পুলিশ জানায়, নেছার উদ্দিন ফার্মেসী ব্যবসার অন্তরালে অবৈধভাবে ৪ শয্যা বিশিষ্ট কিনিক ব্যবসায় করে আসছেন। এ অপরাধে তাকে ভ্রাম্যমান আদালত বেসরকারী কিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রন অধ্যাদেশ ৩৮২’র ৭(৮) এর ধারা ১৩(২) ধারায় আটক করে ৬ মাসে কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল আমিন বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।