প্রবাসীরা প্রতিটি র্দুযোগে স্বদেশে মানুষের পাশে দাড়িয়েছেন
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন, প্রবাসীরা বিভিন্ন ট্রাস্ট গঠন করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা যেভাবে দেশের মানুষকে বাচাঁতে এগিয়ে এসেছিলেন। এমনিভাবে প্রতিটি র্দুযোগে তারা স্বদেশে মানুষের পাশে দাড়িয়েছেন।
বুধবার দুপুর দুই টায় অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টের এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথাগুলো বলেন।
ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আছকর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বলেন, এ ট্রাস্টের এ মহতি জগন্নাথপুরবাসী বিপদ মুহুর্তে কাজে লাগবে।
বাহার উদ্দিন বাহারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিউহাম ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব লাকি মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বাদশা মিয়া, সাঞ্জব আলী, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র আবাব মিয়া।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান, কাউন্সিলর শফিকুল হক শফিক, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সমাজসেবী রাজা মিয়া, মহিলা কাউন্সিলর বাহারজান বেগম, আয়ারুন নেছা প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারী পৌর কাউন্সিলর সুহেল আমীন।
উল্লেখ্য, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আছকর আলী ২০০৮সালে অরফান ওয়েল ফেয়ার ট্রাস্ট গঠন করে গরীব অসহায়দের কল্যাণে কাজ করে যাচ্ছেন।