পাবনায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বলায় পাবনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক খ ম হাসান কবির আরিফ বাদী হয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাবনা সদর থানায় এই মামলা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি হানিফুল ইসলাম জানান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি এজাহার পেয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের ওয়েস্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে কটূক্তি করেন।