সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু
সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া ৫ টায় স্থানীয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমদ।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও প্রযুক্তি) আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুশতাক আহমদ।
সহকারি কমিশনার শেখ জুবায়ের আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর দিলীপ মজুমদার, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ তাওসিফ মোনায়ার। আলোচনা সভায় শেষে ৬ জন ডিজিটাল প্রযুক্তির উদ্যোক্তাকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
পুরষ্কার প্রাপ্তরা হচ্ছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যানদের মধ্যে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, পুরুষ উদ্যোক্তাদের মধ্যে জামালগঞ্জের শাহিন আহমদ, নারী উদ্যোক্তাদের মধ্যে বিশ্বম্ভরপুরের আছমা আক্তার, ইউপি সচিবদের মধ্যে জগন্নাথপুর উপজেলার চিলাউরা-হলদিপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর, প্রোগামারে জেলা প্রশাসকের কার্যারয়ের সহকারি প্রোগ্রামার তারিফুল ইসলাম চৌধুরী।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা প্রদর্শণ করা হয়।
মেলায় ১৪ স্টল অংশ নিয়েছে।
১৩ই এপ্রিল (রোববার)পর্যন্ত এ মেলা চলবে।