ছাতকে অগ্নিকান্ডে আহত ১
ছাতকের উপজেলার নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের রফিক মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে শুক্রবার ২৫ লাখ টাকার য়তি হয়েছে। এসময় সায়েরা বেগম (৪৫) নামের এক নারী গুরুতর আহত হয়।
তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দুপুরে রান্নাঘরে হঠাৎ আগুন লাগলে পারিবারের লোকজনের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ঘরে থাকা দেড়শ’ মন ধান, নগদ টাকা, ২০ভরি স্বর্ণালংকারসহ আসবাবপত্র ভষ্মিভূত হয়। এত প্রায় ২৫ লাখ টাকা য়তি হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।